চীনা ছাত্র-ছাত্রীদের মধ্যে এইচআইভি সংক্রমন বাড়ছে

মার্চ ৩১, ২০১৩

China-sm-120130330104552ঢাকা জার্নাল: চীনে ছাত্রছাত্রীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে চলছে। চীনের সরকারি এক কর্মকর্তা বলেন, সমকামীর সংখ্যা বেড়ে যাবার কারণেই মরণঘাতী এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, চীনে বর্তমানে সাত হাজারের বেশি এইচআইভি পজেটিভ ছাত্রছাত্রী রয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তা জু জিনঝিন বলেন, শুধুমাত্র ২০১২ সালেই এক হাজার ৭০০ শিক্ষার্থী এইচআইভি পজেটিভ প্রমানিত হয়েছে। ২০১১ সালের তুলনায় এই হার ২৪.৫ ভাগ বৃদ্ধি পেয়েছে।
জু বলেন, ২০১২ সালে আক্রান্তদের ৮৭ ভাগ ভাইরাস যৌন ক্রিয়ার মাধ্যমে সংক্রমিত হয়েছে।

নতুন আরেক প্রতিবেদনে বলা হয় শতকরা ৬৪.৮ ভাগ আক্রান্ত ব্যক্তির মধ্যে সমকামীতার ভাইরাস পাওয়া যায়।
চীনে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায় ১৯৮৫ সালে। বর্তমানে দেশটিতে পাঁচ লক্ষাধিক এইচআইভি রোগী রয়েছে যার মধ্যে বেশিরভাগ রোগীর বয়স ১৫-২৪’র মধ্যে।

গত বছরের প্রথম দশ মাসে চীনে এইডস আক্রান্ত হয়ে আঠার হাজার লোক মারা যায়।

ঢাকা জার্নাল, ৩০ মার্চ, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.