ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসব

মার্চ ১৪, ২০১৬

du culturalঢাকা জার্নাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন মল চত্বরে গাইবে দেশের প্রথম সারির গানের দল, জলের গান, বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস ও কিরণ চন্দ্র রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির (ডিইউসিএস) আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসব ১৪২২’। সকাল ১০টায় এ উৎসব শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব আলী যাকের। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সকাল ১১টায় বসন্ত উৎসব শোভাযাত্রা বের হবে।

দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৩টায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন গীতি, হাছন রাজার গান, বাউল গান, লোকজ ধারার গান, লোকজ নৃত্য, আদিবাসী গান, গীতিনৃত্যনাট্য, মঞ্চনাটক ‘চম্পক নগরের উপকথা’, নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’, গম্ভীরা, কীর্তন, পুঁথি পাঠ, আবৃত্তি।

রাত ৯টায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হবে উৎসব। উৎসব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বসন্ত মেলা।

ঢাকা জার্নাল, মার্চ১৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.