লক্ষ্যমাত্রার বেশি আয় করেছে বিটিআরসি!

মার্চ ১০, ২০১৬

BTRC_ঢাকা জার্নাল: প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ৩৮ হাজার কোটি টাকা কর বর্হিভূত রাজস্ব আয় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কর বর্হিভূত আয়ের হিসেবে এটা অন্য প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ বলে দাবি করছে সংস্থাটি।

বিটিআরসি বলছে, সুষম বাজার প্রতিযোগিতা ও বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আয় প্রতিবছর আয় বাড়ছে।

বিটিআরসি’র বার্ষিক প্রতিবেদনে (২০১৪-২০১৫) দেখা যায়, ২০০১-২০০২ থেকে ২০১৪-২০১৫ অর্থবছরে মোট রাজস্ব আয় হয়েছে ৩৮ হাজার ৮৮৮ কোটি ২৪ লাখ টাকা।

মোট ১৪টি অর্থবছরের মধ্যে দু’বার ছাড়া সব বছরেই লক্ষ্যমাত্রার থেকে বেশি আয় করেছে বিটিআরসি। ৩৮ হাজার ১১৬ কোটি চার লাখ টাকা লক্ষ্যমাত্রা থাকলেও মোট আয় করেছে ৩৮ হাজার ৮৮৮ কোটি ২৪ লাখ টাকা।

তবে সর্বশেষ ২০১৪-২০১৫ অর্থবছরে সাত হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে চার হাজার ২১৯ কোটি ১৯ লাখ টাকা।

আর শুরুতে ২০০১-২০০২ অর্থবছরে লক্ষ্যমাত্রা চার কোটি ২৬ লাখ হলেও অর্জিত হয়েছে তিন কোটি ৪৫ লাখ টাকা।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ  u  বলেন, স্পেকট্রাম অকশন (তরঙ্গ নিলাম) হলে এই আয় আরো বাড়বে। তরঙ্গ নিলামের বিষয়টি মাথায় রেখে সর্বশেষ অর্থবছরে টার্গেট ধরা ছিল।

আগামীতেও রাজস্ব অব্যাহত থাকবে বলে আশা করেন চেয়ারম্যান।

স্পেকট্রাম নিলামের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সক্রিয় চিন্তা করছি।

অপর এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, রবি-এয়ারটেলের মার্জারের সঙ্গে স্পেকট্রাম নিলামের কোনো সম্পর্ক নেই।

বিটিআরসি’র বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, সর্বোচ্চ বেশি আয় হয়েছে ২০১৩-২০১৪ অর্থবছরে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৪৯৭ কোটি টাকা, আর আয় হয়েছে ১০ হাজার ৮৫ কোটি ৩৫ লাখ টাকা।

আইজিডব্লিউ, মোবাইল অপারেটর, তরঙ্গ নিলাম, বার্ষিক লাইসেন্স ফি’র মাধ্যমে বিটিআরসি’র আয় আসে বলে জানান সংস্থার  সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন।

২০০২-২০০৩ অর্থ বছরে ৮৯ কোটির বিপরীতে ১২০ কোটি সাত লাখ, ২০০৩-২০০৪ অর্থ বছরে ৯১ কোটির বিপরীতে ১৪৭ কোটি ৮৫ লাখ, ২০০৪-২০০৫ অর্থবছরে ২৭০ কোটির বিপরীতে ৩৫৭ কোটি ১৪ লাখ টাকা আয় হয়েছে।

এছাড়া ২০০৫-২০০৬ অর্থবছরে ৪৪৯ কোটি ২৫ লাখের বিপরীতে ৭৩৫ কোটি ৭০ লাখ, ২০০৬-২০০৭ অর্থবছরে ৫১২ কোটি ৩১ লাখের বিপরীতে ৫৬৫ কোটি ৬১ লাখ টাকা আয় করেছে বিটিআরসি।

২০০৭-২০০৮ অর্থবছরে এক হাজার ৫০১ কোটি ৯২ লাখের বিপরীতে এক হাজার ৬৭৭ কোটি ৮৫ লাখ, ২০০৮-২০০৯ অর্থবছরে দুই হাজার ৫৪৭ কোটি ৬৮ লাখের বিপরীতে তিন হাজার ১৯৫ কোটি ৩৮ লাখ টাকা আয় এসেছে।

২০০৯-২০১০ অর্থবছরে দুই হাজার ১৩৫ কোটি ৩৫ লাখের বিপরীতে দুই হাজার ৩৭০ কোটি ৯৮ লাখ, ২০১০-২০১১ অর্থবছরে দুই হাজার ৫৫৬ কোটি ৭৪ লাখের বিপরীতে তিন হাজার ৪৭ কোটি ২৮ লাখ, ২০১১-২০১২ অর্থবছরে ছয় হাজার ৩০২ কোটির বিপরীতে ছয় হাজার ৯৫৭ কোটি ৭০ লাখ, ২০১২-২০১৩ অর্থবছরে পাঁচ হাজার ১৫৯ কোটি ৩২ লাখের বিপরীতে পাঁচ হাজার ৪০৪ কোটি ৬৯ লাখ টাকা অর্জিত হয়।

ঢাকা জার্নাল, মার্চ১০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.