রাজশাহীতে ট্রাক-কার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

মার্চ ১০, ২০১৬

Rajshahiঢাকা জার্নাল: রাজশাহীতে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বুধবার (০৯ মার্চ) রাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা মখলেসুর রহমান (৬৯)।

নিহতরা হলেন- মখলেসুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪২) ও জহুরুলের মা জেবুন্নেসা বেগম (৫৫)।

তাদের বাড়ি রাজশাহী নগরের শিরোইল শান্তিবাগ এলাকায়। নিহতদের মধ্যে জহুরুল প্রাইভেট কার চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেছে।

একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১১৯৬) এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১২-৫৩৪৮) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই কারের চালক জহুরুল ইসলাম নিহত হন। গুরুতর আহত মখলেসুর রহমান ও জেবুন্নেসাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন জহুরুলে মা জেবুন্নেসা বেগমেরও মৃত্যু হয়।

বাবা মখলেসুর রহমান আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক এবং তার সহযোগী পালিয়ে গেছে।

তাদের আটকে অভিযান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।

ঢাকা জার্নাল, মার্চ১০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.