জোড়া শিশুর হত্যার প্রধান আসামি গ্রেফতার

মার্চ ১, ২০১৬

Comillaঢাকা জার্নাল : কুমিল্লার ঢুলীপাড়া এলাকায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি সৎভাই মো. আল সফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়েছে।  কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন মঙ্গলবার (০১ মার্চ) এ  তথ্য নিশ্চিত করেন।

সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ জানান, সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ থেকে ছোটনকে গ্রেফতার করা হয়। মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন হত্যার দায় স্বীকার করেছেন।

ঢুলীপাড়া এলাকায় গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই ছোটনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গত রোববার (২৮ ফেব্রুয়ারি) কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। সে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা জার্নাল, মার্চ ০১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.