এলিটরাই উল্টো দিকে চলে

ফেব্রুয়ারি ২৯, ২০১৬

DMP Comitionarঢাকা জার্নাল : ‘গত সাত দিন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভিডিও করে এনে যা দেখেছি, তাতে পরিস্থিতি সুখকর নয়। সমাজের এলিট লোকরাই ট্রাফিক আইন ভঙ্গ করে। তারা উল্টো দিকে গাড়ি চালিয়ে চলে যায়। এর মধ্যে এমপি, মন্ত্রী, সচিব, পুলিশ রয়েছে। এমনকি সাংবাদিকের গাড়িও রয়েছে।’

সোমবার (২৯, ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

গত সপ্তাহে বনানী এলাকায় উল্টো দিকে পুলিশের গাড়ি যাওয়ার সময় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন? এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সমাজের উচু শ্রেণির লোকজন আইনভঙ্গ করছে। ঢাকাকে বাসযোগ্য করতে চাইলে, সুন্দর করতে চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে। তা নাহলে শিক্ষিত হয়ে কোনো লাভ হবে না।’ পুলিশ কর্মকর্তার গাড়িচাপায় স্কুলছাত্র মারা গেছে কি না তা নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘সব মহলকে সচেতন করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তারাও কথা দিয়েছে। কিছুদিনের মধ্যে একটি সমাধান বের হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে যেতে এখন মাত্র একটি রাস্তা ব্যবহার করা হচ্ছে। সেটি হচ্ছে শাহবাগ দিয়ে ফার্মগেট হয়ে মহাখালী দিয়ে উত্তরা। কিন্তু মালিবাগ দিয়ে বা্ড্ডা হয়ে যদি রাস্তাটি ওই রাস্তার মতো চালু থাকত, তাহলে গাড়ি চলাচলে এক রাস্তার ওপর এতো চাপ হতো না। আর অতিরিক্ত চাপের ফলে কিছু কিছু রাস্তায় উল্টোপথে গাড়ি চালায় অনেকেই।’

তিনি আরো বলেন, ‘রাজধানীর মালিবাগ-রামপুরার রাস্তা এবং মগবাজার-মহাখালীর রাস্তায় এ মুহূর্তে কাজ হওয়ায় এসব রাস্তা দিয়ে গাড়ি চলাচল তেমন একটা হচ্ছে না। কিছু গাড়ি গেলেও ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে। এ ছাড়া অনেক ভালো রাস্তাতেও বিভিন্ন সংস্কার কাজ চলছে। রাজধানীতে প্রতিদিন বাড়তি লোক ও নতুন নতুন গাড়ি যোগ হচ্ছে। সেই হারে রাস্তা বাড়ছে না। আবার রাস্তা যা আছে, তার অনেক অংশ ফুটপাতের দোকানিরা দখল করছে। ডিএমপির পক্ষ থেকে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। তারাও আশ্বাস দিয়েছে। সমন্বিত উদ্যোগে ঢাকার যানজট নিরসন করা হবে।’

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৯, ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.