আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা: ইরান ও উত্তর কোরিয়ার না

মার্চ ৩০, ২০১৩

photo 1ঢাকা জার্নাল: অস্ত্র ব্যবসা সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাবিত আন্তর্জাতিক একটি চুক্তি পাশের প্রক্রিয়া ঠেকিয়ে দিয়েছে ইরান ও উত্তর কোরিয়া।

প্রস্তাবিত ওই চুক্তিটি বাস্তব রূপ পেতে জাতিসংঘের সকল সদস্য দেশেরই সমর্থন দরকার ছিল।

কিন্তু প্রথমে ইরান এবং পরে উত্তর কোরিয়া এই প্রক্রিয়ার বিপক্ষে ভোট দেয়।

প্রস্তাবিত চুক্তি অনুসারে, নিষেধাজ্ঞা রয়েছে এমন দেশে অস্ত্র বেচাকেনার বিষয়ে নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ চুক্তির ধরণ কি হবে সে নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ প্রায় এক দশক ধরে আলাপ চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার প্রথমবারের মত এরকম একটি চুক্তি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

বিশ্বজুড়ে প্রায় সত্তর বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা চলে।

চুক্তির খসড়ায় বলা আছে, এতে স্বাক্ষরকারী দেশসমূহ আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা এবং ব্যবসায়ীদের বিষয়ে নীতিমালা তৈরি করতে বাধ্য।

এতে অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে এমন দেশগুলোতে অস্ত্র ব্ক্রিী নিয়ন্ত্রণ সম্ভব হবে এমন ধারা রাখা হয়েছে।

ইরান এবং উত্তর কোরিয়ার ওপরে ইতোমধ্যেই অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে।

চুক্তির সমর্থকরা অবশ্য বলছেন, ইরান এবং উত্তর কোরিয়া পক্ষে ভোট না দেওয়াতে চুক্তিটি পাশ হওয়া আপাতত কিছু দিনের জন্য পেছালো মাত্র।

এটি এখন আবার ভোটাভুটির জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যাবে।

আর সেখানে চুক্তিটি পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। সূত্র:বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.