দেশেই তৈরি হবে স্মার্টফোন : পলক

ফেব্রুয়ারি ২৮, ২০১৬

polokঢাকা জার্নাল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশেই স্মার্টফোন, ট্যাব এবং ল্যাপটপ তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, দেশেই যেন স্বল্পমূল্যে আধুনিক এবং বিশ্বমানের ডিভাইজ তৈরি করতে পারি।

বোরবার সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে দুটি ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

পরে হাইটেক পার্কে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, শ্রীলংকার ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ই.ডাব্লিউ.আই.এস-এর চেয়ারম্যান সানজিওয়া এ উইক,  সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালের ১৩ জুলাই ১২তম বিনিযোগ বোর্ডের সভায় কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের জন্য ২৩২ একর জায়গা বরাদ্দ দিয়েছেন।

ঢাকা জার্নাল, ২৮ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.