গোলাম মুস্তাফাকে স্মরণ করল আবৃত্তি সমন্বয় পরিষদ

ফেব্রুয়ারি ২০, ২০১৬

golamঢাকা জার্নাল: অমর একুশের প্রথম প্রহর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে স্মরণ করা হবে বিশিষ্ট অভিনেতা গোলাম মুস্তাফাকে। এই আয়োজন করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

সংগঠনটির প্রচার সম্পাদক প্রশান্ত অধিকারী জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে অমর একুশের প্রথম প্রহর উদযাপন ও গোলাম মুস্তাফা স্মরণ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে গোলাম মুস্তাফাকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ ও সুবর্ণা মুস্তাফা। স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ।

এছাড়া দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন, কথা আবৃত্তি চর্চাকেন্দ্র, স্বরশ্রুতি, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, স্রোত আবৃত্তি সংসদ, মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, ত্রিলোক, স্বরকল্পন অবৃত্তিচক্র, স্বরচিত্র, স্বরব্যঞ্জন, মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশকেন্দ্র।

ঢাকা জার্নাল, ২০ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.