মালয়েশিয়ার সঙ্গে ‘জিটুজি প্লাস’ চুক্তি সই

ফেব্রুয়ারি ১৮, ২০১৬

Laberঢাকা জার্নাল:  মালয়েশিয়ায় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) প্লাস পদ্ধতিতে জনশক্তি রপ্তানির বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তির ফলে বেসরকারিভাবে তথা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বড় পরিসরে কর্মী পাঠানো যাবে। এর আওতায় আগামী ৩ বছরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাবে ১৫ লাখ কর্মী।

দেশটিতে কনস্ট্রাকশন, প্লান্টেশন, এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং খাতে এসব কর্মী যাবে।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনক জিম চুক্তিতে সই করেন।

ঢাকা জার্নাল, ১৮ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.