‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবতে হবে’

ফেব্রুয়ারি ৯, ২০১৬

nasimঢাকা জার্নাল:পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বৈরী সম্পর্কের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনার সরকার যখন এগিয়ে যাচ্ছে, তখন একাত্তরের রণাঙ্গনের পরাজিত পাকিস্তান আমাদের দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা গতকাল আমাদের রাষ্ট্রদূতকে তলব করেছে, এগুলো ধৃষ্টতাপূর্ণ। পাকিস্তান এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নতুন করে ভাবতে হবে।’

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক বৈঠকে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, পাকিস্তান ও বিভিন্ন দেশ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাই মানববন্ধনে দেশবাসীকে অংশ নিয়ে, বিশ্বকে এটি দেখিয়ে দিতে হবে যে, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের উলঙ্গ হস্তক্ষেপ ও মুক্তিযুদ্ধকে অবমাননাকরে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকার ১৪টি স্পটে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন পালন করবে ১৪ দল। ঢাকার গাবতলী, রাসেল স্কোয়ার, বসুন্ধরা সিটি, হোটেল সোনারগাঁ, শাহবাগ, মৎস্য ভবন, পল্টন জিরো পয়েন্ট, ইত্তেফাক মোড়, হাঁটহোলা, সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামনে আরো কর্মসূচি প্রদানের ইঙ্গিত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরো বলেন, ‘নির্বাচনে বিজয়ী হতে হলে আমাদের এ ধরনের কর্মসূচি দিয়ে যেতেই হবে। আগামীতে আমরা আরো কর্মসূচি দিয়ে মাঠে থেকে আমাদের জোটের বিজয়ে কাজ করব।’

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনার দলকে আমরা ধ্বংস করতে চাই না। আপনি নিজেই নিজের দলকে ধ্বংস করে দিচ্ছেন। ভালোভাবে রাজনীতি করুন। এই পথ পরিহার করুন। আপনি যদি এভাবে দেশবিরোধী বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড করতে থাকেন, তাহলে আপনার দল এমনিতেই ধ্বংসের প্রান্তে চলে যাবে।’

খালেদার উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘এসব কর্মকাণ্ড বন্ধ করে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হন। সে নির্বাচনেই আপনাদের সঙ্গে আমাদের লড়াই হবে। সে লড়াইয়ে আপনাদের আমরা পরাজিত করব।’

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে বসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে। তাই তাদের এ দেশে থাকার অধিকার নেই। এ সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারকে আমরা অনুরোধ করছি।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের ঢাকা মহানগরের আহ্বায়ক মীর হোসেন আখতার প্রমুখ।    ঢাকা জার্নাল, ৯ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.