মাথাপিছু আয় বেড়ে ১৩১৬ ডলার

ফেব্রুয়ারি ৯, ২০১৬

earm ঢাকা জার্নাল:মাথাপিছু আয়ের হিসাবে বাংলাদেশ নিন্ম-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তখনকার হিসাবে দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ডলারের বেশি। কিন্তু চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে এক হাজার ৩১৬ মার্কিন ডলার। প্রাথমিক হিসাবে এটা ছিল এক হাজার ৩১৪ মার্কিন ডলার।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব তরিকুল ইসলাম এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী একনেক সভায় অনুমোদিত  প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সভায় মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা জার্নাল, ৯ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.