বিবিসিতে ধর্মঘট!

মার্চ ২৮, ২০১৩

image_20_890ঢাকা জার্নাল: বাধ্যতামূলক ছাঁটাই, মাত্রাতিরিক্ত কাজের চাপ এবং কর্মক্ষেত্রে হয়রানীর অভিযোগে বিবিসি সাংবাদিক-কর্মচারীরা বৃহস্পতিবার ১২ ঘন্টার জন্য এক ধর্মঘট শুরু করেছেন।

চলতি মাসের গোড়ার দিকে সাংবাদিকদের ইউনিয়ন এনইউজে এবং কারিগরী কর্মকর্তাদের ইউনিয়ন বেক্‌টু একসাথে এই ধর্মঘট করার সিদ্ধান্ত নেয়।

এর আগে এনইউজে’র সদস্য সাংবাদিকরা ১৮ই ফেব্রুয়ারিতেও ২৪-ঘন্টার এক ধর্মঘট পালন করেন।

ইউনিয়নগুলি বলছে, এই ধর্মঘটের ফলে বিবিসির স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হতে পারে।

বিবিসি কর্তৃপক্ষ অনুষ্ঠানমালার সম্প্রচারে বিঘ্ন ঘটার সম্ভাবনায় দর্শক-শ্রোতাদের কাছে আগাম ক্ষমা প্রার্থণা করেছে।

কর্তৃপক্ষ ডেলভারিং কোয়ালিটি ফার্স্ট (ডিকিউএফ) নামে পাঁচ বছর মেয়াদি এক ব্যয় সংকোচন পরিকল্পনার আওতায় প্রায় ২০০০ সাংবাদিক-কর্মচারীকে ছাঁটাই করছে।

বেশিরভাগ ছাঁটাই হবে কর্মচারিদের স্বেচ্ছায় চাকরি ত্যাগের মধ্য দিয়ে। তবে ১১০ জন কর্মচারিকে বাধ্যতামূলকভাবে ছাঁটাই করা হচ্ছে।

এনইউজে’র সাধারণ সম্পাদক মিশেল স্ট্যানিস্ট্রিট বলছেন, এই ধর্মঘটের মধ্য দিয়ে সাংবাদিক-কর্মচারীরা বিবিসিকে এই বার্তাই দিচ্ছেন যে কর্তৃপক্ষের ছাঁটাই পরিকল্পনায় মারাত্মক গলদ রয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.