টেমস নদীর তীরে ৩৫ ফুট উঁচু গাছের বাড়ি

জানুয়ারি ২৯, ২০১৬
ঢাকা জার্নাল:  লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে দাঁড়িয়ে দু’টি গাছ। আর গাছের ওপর ভর দিয়ে একটি বাড়ি দাঁড়িয়ে।
Decrease font Enlarge font
৩৫ ফুট উঁচু এ ট্রি হাউস জানুয়ারির ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত সকাল ১০টা থেকে ৬টা অব্দি জনগণের জন্য উন্মুক্ত।

ভার্জিন হলিডেস-এর সৌজন্যে এ অতিথিশালায় আপনি ২৮ জানুয়ারি একজন অতিথি নিয়ে রাত কাটাতেও পারেন।

বিলাসবহুল গাছের বাড়িতে আরামদায়ক ডবল বেড রুমের সঙ্গে রয়েছে ব্যক্তিগত বারান্দা। যেখান থেকে দেখা যাবে লন্ডনের দিগন্তরেখা।

এখানে বসে উপভোগ করা যাবে সাউথ আফ্রিকাকেও। কারণটা হচ্ছে, এখানকার ছয় ধাপের খাবারের মধ্যে রয়েছে সেলিব্রেটি শেফ পিট্রাস মাডাটেলার হাতে তৈরি ডুবো তেলে ভাজা কৃমি, কুমির আর উটপাখির মাংস।

তবে এসব খাবার দেখে যদি মুখে না রোচে তবে? তাতেও সমাধান আছে। এটি কেন্দ্রীয় লন্ডন, বুঝতে হবে। এখানে কাছেই রয়েছে পিজ্জা এক্সপ্রেস! চট করে গিয়ে খেয়ে নেওয়া যাবে।

এই ট্রি হাউজটি তৈরি করেছেন হিউবার্ট জান্ডবার্গ। সাউথ আফ্রিকার সমসাময়িক নকশা অবলম্বনে বাড়িটি তৈরিতে উদ্বুদ্ধ করেছে ভার্জিন হলিডেস।

তথ্যসূত্র: ইন্টারনেট।

ঢাকা জার্নাল, জানুয়ারি ২৯, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.