ভারতের কাছে গুরুত্বপূর্ণ ইরানের চাবাহার বন্দর

মার্চ ২৮, ২০১৩

policyalert20_01-450x270ঢাকা জার্নাল: ইরানের চাবাহার বন্দর নির্মাণ ভূ-রাজনৈতিক কারণে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে চীনের সাহায্যে পাকিস্তানের গদার সমুদ্র বন্দর তৈরির প্রেক্ষিতে৷

ভূ-রাজনৈতিক কারণে ইরানের চাবাহার বন্দর ভারতের কাছে গুরুত্বপূর্ণ৷ স্থল বেষ্টিত আফগানিস্তানের বেশিরভাগ বর্হি-বাণিজ্য হয় পাকিস্তানি সমুদ্র বন্দর দিয়ে৷ পাকিস্তানের আপত্তির কারণে স্থলপথে আফগানিস্তানের সঙ্গে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ৷ কাজেই বিকল্প রুট হিসেবে ইরানের চাবাহার সমুদ্র বন্দর নির্মাণ ভারতের কাছে জরুরি৷ অর্থাৎ ইরানের মধ্য দিয়ে শুধু আফগানিস্তানের সঙ্গে নয়, তুর্কমেনিস্তানসহ সমগ্র মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় ভারত, ডয়চে ভেলেকে একথা বললেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ টি. চক্রবর্তী৷

অন্যদিকে, পাকিস্তান তার গদার গভীর সমুদ্র বন্দর নির্মাণ ও পরিচালনার ভার তুলে দেয় চীনকে৷ এর স্ট্র্যাটিজিক গুরুত্ব চীন ও পাকিস্তানের কাছে যথেষ্ট৷ উপসাগরীয় অঞ্চল থেকে ৬০ শতাংশ তেল ও গ্যাস আমদানি করবে চীন এই বন্দর দিয়ে কম খরচে৷ দ্বিতীয়ত, মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে চীন ও পাকিস্তানের যোগাযোগের পথ সুগম হবে৷

pirhayati20130324140951690অধ্যাপক চক্রবর্তী বললেন, স্ট্র্যাটিজিক ও ভূ-রাজনৈতিক স্বার্থে ভারত এই বাস্তবতা উপেক্ষা করতে পারে না৷ আফগানিস্তানও সেটা অনুধাবন করেছে৷ তাই সই হয় ভারত-ইরান ও আফগানিস্তানের মধ্যে এক ত্রিপাক্ষিক চুক্তি৷ সেই অনুযায়ী ভারত চাবাহার বন্দর উন্নয়নে ৬০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করবে৷ কারণ চাবাহার বন্দর ভারত থেকে পাঠানো ভারী মালপত্র হ্যান্ডেল করার উপযুক্ত নয়৷

চুক্তি অনুযায়ী ইরান তৈরি করে দেবে চাবাহার বন্দর থেকে আফগান সীমান্ত পর্যন্ত হাইওয়ে৷ আফগান সীমান্ত থেকে ভেতরের দিকে ২০০ কিলোমিটার সড়ক তৈরি শেষ করেছে ভারত৷ এই কাজে তালিবানদের হাতে মারা গেছে বহু ভারতীয় নির্মাণ কর্মী৷ চুক্তিতে আফগানিস্তানকেও অঙ্গীকার করতে হয়েছে, প্রকল্পের কাজ শেষ হলে ইরানের বন্দর দিয়ে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখবে আফগানিস্তান৷ মার্কিন বা পাকিস্তানের চাপে যেন কাবুল চাবাহার বন্দর ব্যবহার বন্ধ না করে৷ বিশ্বের কাছে বলতে হবে আফগানিস্তানের পুনর্গঠনে এই বন্দর জরুরি৷

চাবাহার বন্দর নির্মাণে সমস্যা দেখা দেয় গত বছর৷ ইরানের পরমাণু ইস্যুতে ইরানের অশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ বহু দেশ ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়৷ জাতীয় অর্থনৈতিক কারণে বন্ধ করেনি শুধু ভারত ও চীন৷ পরে মার্কিন চাপে ইরানি তেল আমদানির পরিমাণ অবশ্য কমিয়ে দেয় ভারত৷

এই নিষেধাজ্ঞার ফলে ইরান পড়ে আর্থিক সংকটে৷ তাই চাবাহার বন্দর প্রকল্পে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের অনুমতি দেয় ইরান৷সূত্র: ডিডব্লিউ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.