জামায়াত নিষিদ্ধে আইন হচ্ছে

জানুয়ারি ১৩, ২০১৬

05আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত নিষিদ্ধে খুব শিগগির আইন করা হচ্ছে। আসছে সংসদ অধিবেশনেই বিষয়টি উপস্থাপন করা হবে। পরবর্তী সময় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আইন কার্যকর করা হবে। বরিশালে বহুতল বিশিষ্ট চিফ জুডিশিয়াল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ আজ স্বাধীন। স্বাধীন এ বিচার বিভাগকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যেই দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হচ্ছে চিফ জুডিশিয়াল বহুতল ভবন। পাশাপাশি পুরনো ভবনগুলো মেরামত অথবা পুনর্নির্মাণ করা হচ্ছে। আইনমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ এখন জানতে শুরু করেছে অপরাধ করলেই সাজা হয়। বঙ্গবন্ধুসহ দেশের বুদ্ধিজীবীদের হত্যার পর এই দেশে কোনো এজাহার হয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এসব হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হয়। ২০১০ সালের পর থেকে হত্যাকারীদের বিচার, সাজা আর সাজা কার্যকর হতে শুরু করেছে। ঠিক তেমনিভাবে ১৯৭১-এর ঘাতক, দালাল ও তাদের দোসরদের আজ বিচার হচ্ছে। তাও আবার এই বাংলার মাটিতেই। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই এদের বিচারকার্য শেষ হবে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুস, জেবুন্নেছা আফরোজ, পংকজ নাথ, অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার শাহা, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিচ উদ্দিন শহিদ, সম্পাদক কাজী মুনিরুল হাসান প্রমুখ। গণপূর্ত বিভাগ জানিয়েছে, ১১ তলা বিশিষ্ট ভবনটির নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা। ২০১৮ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.