সাঈদীর ফাঁসি চেয়ে রিভিউ আবেদন রাষ্ট্রপক্ষের

জানুয়ারি ১৩, ২০১৬

04জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন দাখিল করেছে। আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার জন্য এ আবেদন করা হয়। গতকাল দুপুরে ৩০ পৃষ্ঠার এ রিভিউ আবেদন দাখিল করা হয়েছে।

রিভিউ আবেদন দাখিল প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আপিল বিভাগ সাঈদীকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। এ রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে রিভিউ আবেদন দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে আবেদনে পাঁচটি যুক্তি দেখানো হয়েছে। ট্রাইব্যুনাল যে উপযুক্ত দণ্ড দিয়েছে সেটা পুনরুদ্ধারে আমরা রিভিউ চেয়েছি।’

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষে করা সব রিভিউ আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এ ক্ষেত্রে আশাবাদী। প্রতিটি আইনে নতুনভাবে দৃষ্টান্ত স্থাপিত হয়। কাজেই রিভিউতে যেকোনো রকম দণ্ড বাড়বে না—এটা স্বতঃসিদ্ধ কথা না। এটা সম্পূর্ণ আদালতের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এক রায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ এক সংক্ষিপ্ত রায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ড পরিবর্তন করে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। গত ৩১ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদন করতে হলে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যেই তা করতে হবে—এমন নির্দেশনা রয়েছে আপিল বিভাগের। রাষ্ট্রপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন দাখিল করেছে। অন্যদিকে সাঈদীর পক্ষ থেকেও রিভিউ আবেদন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.