গণতন্ত্র রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করুন: সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী

মার্চ ২৮, ২০১৩

imseagesঢাকা জার্নাল: সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সশস্ত্র বাহিনীর প্রাতি সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী িএ আহবান জানান।

অনুষ্ঠানে তিন বাহিনী প্রধানরাও বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, “অতীতে একটি স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে গণতন্ত্র বাধা দিয়েছিল। আপনাদের এটা নিশ্চিত করতে হবে যে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে কোনো অগণতান্ত্রিক শক্তি যাতে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে।”

শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনকানুনে উজ্জীবিত হতে হবে। যাতে তারা (সেনা বাহিনী সদস্য) দেশের সংবিধান ও গণতান্ত্রিক সরকারের প্রতি শ্রদ্ধাশীল হন।

এসময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বক্তব্যে গত চার বছরের সাফল্য তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বগুড়ায় এক জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়ে বক্তৃতা দিয়েছিলেন। তবে পরে বিএনপি জানিয়েছে, খালেদার বক্তব্য সংবাদ মাধ্যমগুলো ভুলভাবে উপস্থাপন করেছে।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, সেনাবাহিনীর উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য খালেদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।

ঢাকা জার্নাল, মার্চ ২৮, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.