খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

ডিসেম্বর ২৭, ২০১৫

04মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে ঢাকার সিএমএম আদালাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামল‍া গ্রহণের বিষয়ে শুনানি হবে।

এর আগে ২৪ ডিসেম্বর একই অভিযোগে নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মানহানি মামলা করা হয়। নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম নামের এক ব্যক্তি। আদালত মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দেন।

গত ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’ এ ছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.