সৌদি আরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

ডিসেম্বর ২৪, ২০১৫

3সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিনতাইকারী ইথিওপিয়ার নাগরিকদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম আবদুল হালিম পাঠান (৪২)। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াদের বাথা জামাল মার্কেটের কাছে এই ঘটনা ঘটে। নিহতের লাশ বাথা নিউ সাফা মক্কা ক্লিনিকে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার নজরুল, ঢাকার ইকবাল, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জসিম ও মোতালেব।

প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধু লিটন জানান, সন্ধ্যার পর আবদুল হালিম পাঠান অন্যান্য দিনের মতো ওই মার্কেটের সামনে পাইকারি মোবাইল ফোন বিক্রি করছিলেন। এ সময় আটজনের একটি ছিনতাইকারী দল ছুরি দেখিয়ে এক বাংলাদেশির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় আবদুল হালিম ও আহত ব্যক্তিরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আবদুল হালিমের মৃত্যু হয় এবং অপর চারজন গুরুতর আহত হন। পরে ছিনতাইকারীদের ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.