সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু নয়ন বাহিনীর প্রধান গুলিবিদ্ধ

ডিসেম্বর ২৩, ২০১৫

18সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু নয়ন বাহিনীর প্রধান ছগির ভান্ডারি গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দস্যু ছগির ভান্ডরিকে উদ্ধার করে ট্রলারে করে হাসপাতালে আনা হচ্ছে। র‌্যাব ৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর পানিরঘাট এলাকায় সগীর বাহিনীর সদস্যদের অবস্থানের পোপন সংবাদ পেয়ে সেখানে র‌্যাব গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ৭টার দিকে সগীর বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হঠে। পরে সেখান থেকে সগীর ভাণ্ডারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। ঘটনাস্থল থেকে পাঁটি দেশি-বিদেশি অস্ত্র ও সাত রাউন্ড উদ্ধার করা হয়েছে। সগীরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি। সগীর ভাণ্ডারী আগে স্থানীয় আরেকটি বনদস্যু নয়ন বাহিনীর সদস্য ছিলেন, সম্প্রতি তিনি নিজের নামে বাহিনী গঠন করে ডাকাতি শুরু করেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা রফিকুল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.