নৌকা প্রতীকের প্রচারণায় শমী কায়সার

ডিসেম্বর ২২, ২০১৫

02দিনাজপুর : বীরগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের প্রচারণাকালে ভোটারদের সঙ্গে কথা বললেন নাট্য ব্যক্তিত্ব ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। তার বাবাকে নির্মমভাবে হত্যার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমার বাবাকে স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একাত্তরে বাবাকে হারিয়েছি। কিন্তু এরপরে স্বপ্ন দেখি আপনাদের নিয়ে। বাবা নেই কিন্তু আপনারা তো আছেন। আমি আপনাদের কন্যা।’

মঙ্গলবার বিকেল ৩টার দিকে বীরগঞ্জে পুরাতন শহীদ মিনার মোড়ে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বীরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুলের পক্ষে নির্বাচনী পথসভায় শমী কায়সার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কন্যা ও শহীদ পরিবারের কন্যা হিসেবে আপনাদের কাছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক।’

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে আরো বলেন, ‘বাংলাদেশের বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আগামীতে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’

একই সময়ে নির্বাচনী পথসভায় উপস্থিত থেকে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল। তিনি বলেন, ‘আমাদের আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনারা স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ না থাকেন তাহলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠবে।’

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক আমেনা কোহিনুর আলম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন প্রমুখ।

পথসভায় আওয়ামী লীগ মনোনীত পৌরসভার মেয়র প্রার্থী বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুলের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন অতিথিরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.