২৯ টাকা দরে ১০ লাখ মেট্রিকটন চাল কিনবে সরকার

মার্চ ২৭, ২০১৩

259_doshdikঢাকা জার্নাল: বোরো মৌসুমে কেজি প্রতি ২৯ টাকা করে ১০ লাখ মেট্রিকটন চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৯ লাখ মেট্রিকটন চাল এবং দেড় লাখ মেট্রিকটন ধান রয়েছে।

এছাড়া গম সংগ্রহ করা হবে দেড় লাখ মেট্রিকটন।

বৃধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ তথ্য দেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এর আগে খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে খাদ্য পরিধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আব্দুর রাজ্জাক বলেন, “আগামী ১ মে থেকে ৩০ মে পর্যন্ত চাল সংগ্রহ করা হবে। এ বছর চালের সংগ্রহ মূল্য ধরা হয়েছে ২৯ টাকা। উৎপাদন খরচ ধরা হয়েছে ২৬ টাকা ৫০ পয়সা। গত বছর সংগ্রহ মূল্য ছিল ২৮ টাকা। আর ধান কিনবে ১৮ টাকা ৫০ পয়সা দরে।

এ বছর গমের সংগ্রহ মূল্য ২৫ টাকা। উৎপাদন খরচ ২১ টাকা ৫০ টাকা। গত বছরে সংগ্রহ মূল্য ছিল ২৪ টাকা। গম সংগ্রহ করা হবে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ছাড়ও সংশ্লিষ্টার উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নাল, মার্চ ২৭, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.