মুক্তিযুদ্ধের শুরু আছে, শেষ নেই

ডিসেম্বর ১৩, ২০১৫

04ঢাকা: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের শুরু আছে, কিন্তু শেষ নেই। শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিজয়ের গান’ শীর্ষক সিডির মোড়ক উন্মোচনকালে সংস্কৃতিমন্ত্রী বলেন,  ‘বিজয়ের মাসে এ ধরনের একটি গানের সিডি প্রকাশ করে সঠিক সময়ে সঠিক কাজটা করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের শুরু আছে কিন্তু শেষ নেই।’

নূর বলেন, ‘আমরা যখন উন্নয়নের কথা বলি তখন ষোলো কোটি মানুষের উন্নয়নের কথা বলি। সেটা কিন্তু খুব সহজ একটা কাজ নয়। পঁচাত্তরে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়েছিল। কিন্তু দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার সেই অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন,  ‘আমাদের মুক্তবুদ্ধির লেখকদের হত্যা, আইনশৃংখলা বাহিনী, এমনকি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হত্যা ও হত্যার পরিকল্পনা করা হয়েছে খুব সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে। কিন্তু দেশের মানুষ প্রমাণ করেছে আমরা ভীত নই।’

এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘একাত্তরের বিজয়কে যারা বুকে ধারণ করতে পারে তারাই বিজয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘পঁচাত্তরের দুর্ঘটনার পরে আবার নতুন করে শেখ হাসিনার হাত ধরে মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে পদ্মা সেতু নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ‘

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিল্পী বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ার।

সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লোকাল অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান ইজি লিমিটেডের একটি ফেসবুক অ্যাপস উদ্বোধন করেন, যার মাধ্যমে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি জুড়ে দেওয়া যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.