ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা

ডিসেম্বর ৬, ২০১৫

19ঢাকা: অননুমোদিত ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ লাখ টাকার ওষুধও জব্দ করা হয়।

রোববার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে জব্দ ও পরে জরিমানা করা হয়।

র‌্যাব ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমদে  জানান, অননুমোদিত ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে ল্যাবএইড কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৫ লাখ টাকার অননুমোদিত বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে।

এরআগেও অননুমোদিত, ভেজাল ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মা, এ্যাপোলো ফার্মেসিসহ বেশ কয়েকটি নামি-দামি ফার্মেসিকে আর্থিক জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ডিসেম্বর ০৬, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.