যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি: বিশ্বের ৪০টি শহরে সমাবেশ

মার্চ ২৫, ২০১৩

fashi-300x278ঢাকা জার্নাল: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি শহরে একযোগে সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে। ঢাকার শাহবাগ এলাকা থেকে এই আন্দোলনটির শুরু হয়।

সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আজ প্রবাসীরা একই সময়ে একসাথে বিভিন্ন শহরে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লাবলু আনসার জানিয়েছেন, আমেরিকার ২২টি শহরে এই সমাবেশ হয়েছে।

এছাড়া কানাডার ৩টি শহরে, ইউরোপের ৮টি শহরে, অস্ট্রেলিয়ার ৩টি শহরে, এশিয়ার ৩টি শহর আর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এই সমাবেশ হয়েছে।

মুলত প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে এটি করা হলেও, সেখানে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারা প্রবাসে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন।

২৫শে মার্চের কালোরাত্রি স্মরণ করতেই তারা আজ সমাবেশের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন দমনে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অভিযান শুরু করে।

ব্যাপক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এই অভিযান শুরু হয়েছিল বলে বাংলাদেশে এটিকে কালোরাত্রি বলে অভিহিত করা হয়।

এর একদিন পরেই, ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.