বাংলাদেশে বিনা পয়সায় জাদু দেখাবেন পিসি সরকার

মার্চ ২৫, ২০১৩

P-C-Sorcar-Junior-2-300x225ঢাকা জার্নাল: প্রদীপ চন্দ্র সরকার (পিসি সরকার জুনিয়র) বাংলাদেশে বিনা পারিশ্রমিকেই ম্যাজিক শো করবেন। আগামী জুলাইতে দেশজুড়েই এই শো করবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বাসায় পিসি সরকার জুনিয়র এ কথা জানান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জয়শ্রী দেবী এবং বাংলাদেশের বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচ উপস্থিত ছিলেন।

পিসি করকার জুনিয়র জানান, তার শততম জন্মবার্ষিকীতে আগামী জুলাই মাসে এক মাসের জন্য বাংলাদেশে আসবেন।

মুক্তিযুদ্ধে সহায়তাকারী এই জাদু সম্রাট বাংলাদেশ সরকারের কাছে সম্মাননা নিতে এসেছিলেন।

একাত্তরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচন করে বাংলাদেশ সরকার।

পিসি সরকার জুনিয়র পাট ও বস্ত্রমন্ত্রীর বাসায় একান্ত আলাপকালে তার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, “দুই বাংলায় যাতাওয়াতে ভিসা লাগার পক্ষে নন।”

মুক্তিযুদ্ধের সময়ের বেশ কিছু স্মৃতি তুলে ধরে পিসি সরকার জানান, বাংলাদেশেকে সহায়তা করার জন্য তার ১০০টি ম্যাজিক শো’র সম্মানী তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে দিয়েছিলেন। তিনি বলেন, “এজন্য আজ বাংলাদেশ তাঁকে যে সম্মান দিয়েছে তা অকল্পনীয়।”

তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন বলে তার অভিমত ব্যক্ত করেন।

পিসি সরকার আবদুল লতিফ সিদ্দিকীর বেইলী রোডের সরকারি বাসায় গেলে মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পিসি সরকারের স্ত্রী ও তাঁর তিন মেয়ের জন্য বাংলাদেশের বিখ্যাত জামদানি শাড়ি উপহার দেন মন্ত্রী।

উল্লেখ্য, জুনিয়র পিসি সরকারের বাবা ১৯১৩ সালের ২৩ ফেব্রুয়ারি টাঈাইলের আশেকপুরে জন্মগ্রহণ করেন।

ঢাকা জার্নাল, মার্চ ২৪, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.