শিল্পকলা একাডেমিতে কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার

নভেম্বর ২০, ২০১৫

01ঢাকা: কাহাল শিল্পী গ্রুপ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত আয়োজিত হবে কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার-২০১৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিবৃতিতে এস. এম. সালাউদ্দিন বিষয়টি জানান।

শুক্রবার দুপুর ৩টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সিমিন হোসেন রিমি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিল্পী সমরজিত রায় চৌধুরী, ঢাকায় জাপান দূতাবাসের কাউন্সেলর মিতসুতাকে নুমাহাতা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কাহাল আর্ট গ্রুপের চেয়ারম্যান কামরুল হাসান লিপু।

প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা ও শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

নভেম্বর ২০, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.