সনাতনী আচার-আচরণ আধুনিক সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে

নভেম্বর ১৯, ২০১৫

05ঢাকা: আমাদের সনাতনী আচার-আচরণ আধুনিক সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘১ম আন্তজাতিক নাটে্যাৎসব ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের সনাতনী আচার-আচরণ আধুনিক সংস্কৃতিকে আরো বেশি সমৃদ্ধ ও বিস্তৃত করবে বলে আমি মনে করি।
মন্ত্রী বলেন, ৬০ এর দশকে এদেশে প্রথম নাট্যোৎসব শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতার পর আমরা বিশেষভাবে সংস্কৃতির উন্নয়নের দিকে মনোযোগ দিতে শুরু করি। যেখানে অনেক বাধা আসছে। সকল বাধা বিঘ্নকে অতিক্রম করে আমাদের সংস্কৃতি এগিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশের সাংস্কৃতিক কর্মীরা অনেক সৃষ্টিশীল কাজ অনবদ্যভাবে করে যাচ্ছে।  অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, ভারতের সাথে আমাদের বন্ধন রক্তের কারণ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের  সময় ভারত আমাদের শুধু সহযোগিতা করছে তা নয়। ভারতের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে।

তিনি আরো বলেন,  এ উৎসবের মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশের সংস্কৃতি আরো বেশি সমৃদ্ধশালী হবে। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পশ্চিম বাংলার বিশিষ্ট নাট্যনির্দেশক প্রবীর গুহ, ইন্দিরাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শ্রীমতি জয়শ্রী কুণ্ড, উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব কামাল বায়েজিদ। অনুষ্ঠানের ২য় পর্বে ভারতের আসামের ‘স্তুতি গ্রুপ’ সম্প্রীতি নৃত্য পরিবেশন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.