কুলাঙ্গারের লাশ আমরা রাউজানে কিছুতেই ঢুকতে দেব না

নভেম্বর ১৯, ২০১৫

08চট্টগ্রাম: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হলে তার লাশ সাকার নিজ এলাকায় ঢুকতে দেবে না রাউজানবাসী।

বৃহস্পতিবার সাকার ফাঁসির রায়ের বিষয়ে  প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বেবি।

রাউজান উপজেলার সাবেক এ পৌর মেয়র আরও বলেন, বিপ্লবী সূর্য সেনের রাউজানে কোন যুদ্ধাপরাধীর ঠাঁই নেই। এ কুলাঙ্গারের লাশ আমরা রাউজানে কিছুতেই ঢুকতে দেব না।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে রাউজানে বিশিষ্ট শিক্ষাবিদ নতুন চন্দ্র সিংহকে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া জগ‍ৎমল্লপাড়া ও উনসত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় তার প্রত্যক্ষ মদদে নরহত্যা চালানো হয়। তার কারণে অকালে প্রাণ হারিয়েছে অনেক নিরীহ মানুষ।

এদিকে একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও হত্যা-গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদ-সাকার আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

নভেম্বর ১৯, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.