সাকার মৃত্যুদণ্ড : চট্টগ্রামে বিএনপি নিশ্চুপ

নভেম্বর ১৮, ২০১৫

08মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ রিভিউ’র রায়ে বহাল থাকার পর পুরোপুরি নিশ্চুপ চট্টগ্রাম বিএনপি। রায় ঘোষণার পর চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপির নেতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মহানগরের প্রায় সকল সিনিয়র নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। মাঠ পর্যায়ের কোনো কোনো নেতাকে মোবাইল ফোনে পাওয়া গেলেও তারা নাম, পরিচয় প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

সাকা চৌধুরীর রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। একইভাবে বন্ধ রয়েছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মোবাইল ফোনও। রায়ের প্রতিক্রিয়া জানতে কেন্দ্রীয় বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মোবাইলে ফোন করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

মাঠ পর্যায়ের যুবদলের এক নেতা  নাম প্রকাশ না করার শর্তে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের ব্যাপারে কেন্দ্রীয় কিংবা স্থানীয় নেতাদের নির্দেশনা নেই। আনুষ্ঠানিক বক্তব্যও নেই। তাই এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই।

প্রতিক্রিয়া জানতে চট্টগ্রামের সিনিয়র নেতা জাফরুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কয়েকবার রিং হওয়ার পর লাইন কেটে দেওয়া হয়।

রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর চট্টগ্রাম মহানগরী ও জেলার কোথাও প্রতিক্রিয়া দেখা যায়নি। রায়ের প্রতিবাদে কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি। বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা গা-বাঁচিয়ে চুপচাপ রয়েছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.