হাটহাজারীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নভেম্বর ১৬, ২০১৫

27চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নে লুৎফুর নেছা (২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী পলাতক থাকায় ঘটনাটি আত্মহত্যা না খুন তা ধাঁধায় পড়েছে পুলিশ। সোমবার বিকাল তিনটার দিকে চিকনদন্ডি ইউনিয়নের লাল মিয়ার বাড়ী থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত লুৎফুর নেছা স্থানীয় লাল মিয়ার বাড়ীর বাসিন্দা মো. বাহাদুরের স্ত্রী।

হাটহাজারী থানার এস আই মঞ্জুর   বলেন, ‘নিহত লুৎফুর নেছার স্বামী বাহাদুর একজন মাদকসেবী ও বেশ কয়েকটি মামলার আসামী। এ নিয়ে তা স্ত্রীর সাথে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। আজ দুপুরের পর বাহাদুরের ঘরে কারো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ঘরের জানলা দিয়ে উঁকি দিলে চালের পাটাতনের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো লুৎফুর নেছাকে দেখতে পায়। এসময় তারা পুলিশকে খবর দিলে বিকাল তিনটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।’

তিনি আরো বলেন, ‘ঘটনার পর থেকে নিহতের স্বামী বাহাদুরের খোঁজ পাওয়া যাচ্ছেনা। সে মাদকসেবী ও মামলার আসামি হওয়ায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যার সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.