শেখ হাসিনাকেই রাষ্ট্রপতি পদে দেখতে চায় আমজনতা!

মার্চ ২৪, ২০১৩

hasinaগুজব প্রতিবেদক, ঢাকা জার্নাল: বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি হলে দেশের চলমান রাজনৈতিক সংকট কমতে পারে এমনটাই আশা করছেন সাধারন আমজনতা।

আমজনতার দাবি, একদিকে নতুন রাষ্ট্রপতি যদি শেখ হাসিনা হন তাহলে তিনি ক্ষমতায় থাকবেন ৫ বছর। অন্যদিকে আসন্ন নির্বাচনে কোন কারনে বিএনপি  জয়লাভ করলে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় তাকবেন বেগম খালেদা জিয়া। এর ফলে দুই নেত্রীর ক্ষমতায় থাকার সাধ পূরন হবে।

আমজনতা ‘গুজব প্রতিবেদকের’ কাছে দাবি করেন, শেখ হাসিনা রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসীন হলে দেশে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের সূচনা হবে। এর ফলে জাতির ২ দশকের স্বপ্ন ‘জাতীয় সরকার’র চাহিদা পূরন হবে।

শেখ হাসিনা রাষ্ট্রপতি হলে কেন দেশের জন্য মঙ্গলময় হবে, এমন প্রশ্নে আমজনতা যুক্তি দেখিয়ে বলেছেন- আসন্ন নির্বাচনে শেখ হাসিনা’র দল আওয়ামী লীগ পরাজিত হলেও ক্ষমতায় থাকছেন দলপ্রধান। সুতরাং বলা যায়, আওয়ামী লীগের হাতেই ক্ষমতা থাকছে। অন্যদিকে বিএনপি নির্বাচনে জয়লাভে ক্ষমতায় এমনিতেই থাকবে ৫ বছর। ফলে, দেশের মানুষ রাজনৈতিক সংকট থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করবে।

নামপ্রকাশে অনিচ্ছুক জনৈক রিক্সাচালক (৪৮)  বলেন, দুই বুড়ি ক্ষমতার নেশায় দেশটা ধংস্ব কইরা দিছে। এক বুড়ি খালি বিদ্যুতের খুটি বিনছে, আরেক বুড়ি স্বপ্নে ১০ ট্যাকায় চাইল খাওয়াইছে। রাজনৈতির কারনে আমরা গরীব মরি না খাইয়া মরতাছি, হেগ্যো তো এইসবের বালাই নাই। এখ্খন একটাই উপ্যায় আছে। তাগোরে দুইজনরেই ক্ষমতা দেওনের মাইধ্যমে সব ভ্যাজাল মিট্টা যাইব।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.