বিএনপি-জামায়াতের সহিংসতায় ৯ জেলা ২৩ উপজেলা ক্ষতিগ্রস্থ

মার্চ ২১, ২০১৩

downloadঢাকা জার্নাল: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪৭ হাজার মেট্রিক টন চাল ২০ লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেছে সরকার।

বৃহস্পতিবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, সহিংসতায় ৯টি জেলার ২৩ উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত য়েছে। এছাড়া বগুড়ার উপজেলা চেয়ারম্যান ও থানা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভস্মিভুত হয়।

সহিংসতায় চট্টগ্রাম, সাতক্ষীরা, নোয়াখালী, খুলনা, কুমিল্লা, চাপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, বগুড়া ও দিনাজপুর জেলায় ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া লোহাগড়া, বাশখালী ও ফটিকছড়ি।

সাতক্ষীরা জেলার সদর উপজেলা, কলারোয়া দেবহাটা ও কালিগঞ্জ।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ, খুলনা জেলার কয়রা, কুমিল্লা জেলার দাউদকান্দি, চাপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ বগুড়া জেলার সদর উপজেলা ও নন্দীগ্রাম এবং দিনাজপুর জেলায় সদর,ঘোড়াঘাট, চিরিরবন্দর, খানাসামা, বীরগঞ্জ,পার্বতীপুর ও ফুলবাড়ি।

এসব উপজেলায় সহিংসতার ঘটনায় ৪ জন পুলিশসহ মোট ২৮ জন প্রাণ হারায় এবং বহু লোক হতাহত হয়।

উপজেলাগুলোতে ৪২৮টি পরিবার ও ৪৬৫টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৭ হাজার মেট্রিক টন চাল, নগদ ২০ লক্ষ টাকা, গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ প্রায় ৬ লক্ষ টাকা, ২২৯ বান্ডিল ঢেউটিন এবং প্রয়োজনীয় সংখক শাড়ি লুঙ্গি কম্বল ও গামছা বিতরণ করা হয়েছে।

ঢাকা জার্নাল, মার্চ ২১, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.