সুন্দরবন রক্ষায় খুলনায় সাংস্কৃতিক গণসমাবেশ

অক্টোবর ৯, ২০১৫

03দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক রক্ষা বর্ম ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় আগামাীকাল ১০ অক্টোবর শনিবার খুলনায় সাংস্কৃতিক গণসমাবেশ

দক্ষিণাঞ্চল তথা দেশের প্রাকৃতিক রক্ষা বর্ম ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষার দাবিতে আগামীকাল ১০ অক্টোবর ২০১৫, শনিবার বিকেল ৩:৩০ মি.-এ খুলনার শহীদ হাদিস পার্কে ‘সাংস্কৃতিক গণসমাবেশ’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সুন্দরবন বিষয়ক জারি ও গণজাগরনী সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী সাইদুর রহমান বয়াতী ও আবুল বাসার আব্বাসী। স্থানীয় শিল্পীবৃন্দ গণসংগীত, কবিতা ও নাটক পরিবেশন করবেন।

অনুষ্ঠানে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিলসহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখবেন।

সভাপতিত্ব করবেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক দীপা ব্যানার্জী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.