ভিক্ষুকেদের সুদমুক্ত ঋণ দিচ্ছে সরকার

মার্চ ২০, ২০১৩
vikhukঢাকা জার্নাল: বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে ভিক্ষুকদের পাঁচ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দিচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জামালপুরে ২৯ জন ভিক্ষুককে ঋণ দেওয়া হবে। 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ.এইচ.এম মাসুম বিল্লাহ জানান, আগামী ২৩ মার্চ ভিক্ষুকদের পূণর্বাসনের লক্ষে ঋণ দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির ধারাহাহিতকায় সরকার ভিক্ষুকদের ঋণ দিচ্ছে।
এর আগে মংমনসিংহে পাঁচজন ভিক্ষুককে রিক্সা ভ্যান দিয়ে ভিক্ষুকদের পূণর্বাসনের কর্মসূচি শুরু করা হয়।
মাসুম বিল্লাহ জানান, দেশের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পুনর্বাসন করে সমাজের মূলধারায় নিতে এসব কর্মসূচি নেওয়া হচ্ছে।
আগামী ২৩ মার্চ বেলা ১১টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানের ভূমিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাাফিজুর রহমান ভিক্ষুকদের মধ্যে ঋণ বিতরণ করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ সচিব রণজিৎ কুমার বিশ্বাসসহ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ঢাকা জার্নাল, মার্চ ২০, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.