প্রবাসী আসিফের কবিতায় রাজাকারবিরোধী আন্দোলন

মার্চ ২০, ২০১৩

ঢাকা জার্নাল: এখন থেকে নিয়মিত প্রকাশ হবে  ঢাকা জার্নালের  কবিতা পর্ব। প্রথম পর্বে কবি আসিফ ইকবাল খান’র একটি কবিতা প্রকাশ করা হলো। 

 

 পরিচিতি:

297767_2514336613640_448021110_n

আসিফ ইকবাল খান বাস করেন যুক্তরাষ্ট্রের মিজৌরী রাজ্যের ক্যানসাস সিটিতে। পেশায় তিনি একজন পরিচালক এবং চিত্রগ্রাহক। একাধারে তিনি একজন আকিঁয়েও বটে। প্রবাসী হলেও স্বদেশ নিয়ে ভাবনা তার অতুলনীয়। দেশে কবে আসছেন প্রশ্ন করলেই বলেন, “পেটের টানে থাকছিরে ভাই পরদেশে তবুও মননে জাগরনে আমরা যে সতীর্থ’’।

সম্প্রতি শাহবাগের তরুনদের রাজাকারবিরোধী গণজাগরন আন্দোলন নিয়ে আসিফের রয়েছে  অসীম আবেগ। তাদের সমর্থনে তাই পরবাসে থেকেও লিখে যাচ্ছেন রাজাকারবিরোধী কবিতা, গান।

“ধেয়ে আসছে বাংলা”

উপরে জড়াবো ছালা,

গলায় সন্ন্যাস যপ মালা-

চোখে মুখে চৈতের জ্বালা,
নীচে মারফতি তালা।

করেছিস ধর্ম্ম অধর্ম্রের খেলা,
কাটিয়ে অনেক বেলা অবেলা-
রক্তে মোদের প্রলয় দোলা
আমরা, এতই আলাভোলা?

ঝুলিয়ে সামনে“আস্তিক মুলা”-
সেজেছো পেয়ারে (ককটেল) খোরমাওয়ালা,
বন্দিশ গাচ্ছিস উচিয়ে গলা-
বুঝবে এখন! “ডাল ম্যা কুছ কালা”?

ধেয়ে আসছে বাংলা-
দৌড়ের উপর পালা-
মুখোশ হবে খোলা-
যত রাজাকার শালা-

জেগেছি যত নাস্তিক (বাতি) ওয়ালা-
মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা,
রবেই রবে খোলা–
পথ দেখাও- হে ঈস্বর! ভগবান!! আর আল্লাহ তা’লা !!!

-আসিফ ইকবাল খান-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.