চট্টগ্রামে কোথায় কখন ঈদের জামাত

সেপ্টেম্বর ২৪, ২০১৫

ctgজেলায় পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এ জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী।এছাড়া, কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। এখানে ইমামতি করবেন বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যাপক মাওলানা সৈয়দ আবু নোমান।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে মহানগরীর ২৪৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে ৯৫টি স্থানে। বাকি ১৫৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে।

চট্টগ্রামের স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন ও ঈদ জামাত কমিটি চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ধর্মীয় অন্যান্য সংগঠন বন্দরনগরীতে ঈদ উদযাপনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে। নিরাপদ পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজন এবং অনুকূল পরিবেশে ধর্মীয় রীতি পালনে এ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়।

এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, লালদীঘি ময়দান, প্যারেড গ্রাউন্ড, পোলো গ্রাউন্ড ময়দান, শাহ আমানত শাহ (র.) দরগা ময়দান, পোর্ট কলোনি জামে মসজিদ, মহানগর পুলিশ লাইন ময়দান, আগ্রাবাদ জাম্বুরি মাঠ, বায়েজীদ বোস্তামী (র.) দরগা ময়দানে একই সময়ে ঈদের অন্যান্য প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ৪১টি ওয়ার্ডে ১৫৪টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। সম্প্রতি সিসিসি মিলনায়তনে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ঈদ জামাতের স্থান বা মসজিদগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.