‘গুজব’ এর বিরুদ্ধে কঠোর হচ্ছে ব্রিটেন

মার্চ ১৯, ২০১৩

censorshipঢাকা জার্নাল: ফোনে আড়ি পেতে একটা কিছু লিখে দেয়া৷ নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বন্ধ হবার পরও ব্রিটেনে এমন কাজ চলছে দেদার৷ আর নয়৷ এবার আইন করে বন্ধ করা হচ্ছে এসব৷

ফোনে আড়ি পেতে ধরা পড়ে শেষমেশ যে মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ যে বন্ধ হয়েছিল দু বছরও হয়নি৷ কিন্তু ১০ জুলাই, ২০১১ থেকে পত্রিকাটি বন্ধ হলে কী হবে, মার্ডকের আরেক পত্রিকা ‘দ্য সান’ কাজ করে যাচ্ছে একই কায়দায়৷ করে এবার ধরাও পড়েছে হাতেনাতে৷

ঘটনার শিকার ব্রিটেনের এক সংসদ সদস্য৷ ক’দিন আগেই চুরি হয়ে যায় তাঁর মোবাইল ফোন৷ জানা গেছে সেই মোবাইল চলে যায় ‘দ্য সান’-এর কর্মীদের হাতে৷ পেয়ে তাঁরা বসে থাকেননি৷ ঘেঁটে ঘেঁটে এমন সব বিষয় বের করে ছেপে দিয়েছেন যে সাংসদ ভদ্রলোকের মানসম্মান যায় যায় অবস্থা৷

এ অবস্থায় বাধ্য হয়ে বিচারপ্রার্থী হয়েছেন তিনি৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নির্দেশ দিয়েছেন সুষ্ঠু তদন্তের৷ তারপর? এক বিচারপতির নেতৃত্বে গড়া তদন্ত কমিটি কেঁচো খুঁড়তে আবার পেয়ে গেছে সাপ!

তদন্তে দেখা গেছে শুধু ‘দ্য সান’ নয়, অনেক পত্রিকাই ফোনে আড়ি পাতছে, হ্যাক করছে সমাজের গুরুত্বপূর্ণ নানা জনের ই-মেইল অ্যাকাউন্ট৷ তাই হাতেনাতে ধরা পড়া এক পত্রিকার চারজন বর্তমান ও সাবেক সাংবাদিককে গ্রেপ্তার করেই থেমে যায়নি সমস্যা সমাধানের প্রক্রিয়া৷

সোমবার গণমাধ্যমে টেলিফোনে আড়ি পেতে, ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে গুজবধর্মী খবর পরিবেশন বন্ধ করার উপায় খুঁজতে বৈঠকে বসেছিল দেশের সবচেয়ে জনপ্রিয় তিনটি দল৷ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এমন সাংবাদিকতা বন্ধ করতে একটা নীতিমালা প্রণয়ন করা হবে শিগগিরই৷ তা কার্যকর করার পরও কেউ একই কাজ করলে ১৫ লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে সংশ্লিষ্ট পত্রিকাটির৷

ক্যামেরনের এক মুখপাত্র জানিয়েছেন তথ্যপ্রবাহ যতটা সম্ভব বজায় রেখে কল্যাণকর সাংবাদিকতাকে উৎসাহ জোগাতে বৈঠকে উপস্থিত সবাই নাকি একমত ছিলেন৷ তারপরও অসন্তোষ প্রকাশ করেছে ব্রিটেনের গণমাধ্যমের বেশ বড় একটা অংশ৷ নতুন নীতিমালাকে আগেই প্রত্যাখ্যান করেছে তারা৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.