July 23, 2017, 8:53 pm | ২৩শে জুলাই, ২০১৭ ইং,রবিবার, রাত ৮:৫৩

যশ রাজ ফিল্মের সঙ্গে সম্পর্ক ভালোই আছে

11417820_oriঢাকা জার্নাল: স্বামী অজয় দেবগান এবং বন্ধু শাহরুখ খানের রেষারেষির মাঝখানে পড়ে কাজল এতদিন নীরব থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন যশ রাজ ফিল্মসের সঙ্গে সম্পর্ক ভালোই আছে তার।

‘সন অফ সর্দার’ এবং ‘যাব তাক হ্যায় জান’এর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে কাজলের স্বামী অজয় এবার কোমর বেঁধেই নেমেছেন লড়াইয়ের ময়দানে। সিনেমা দু’টি মুক্তির সময় ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’তে অজয় অভিযোগ দাখিল করেছিলেন যশ রাজ ফিল্মসের বিরুদ্ধে। এদিকে জানা গিয়েছিলো, যশ রাজ ফিল্মসের সঙ্গে বেশ কিছু ভালো কাজ করার পরও কাজলকে ‘যাব তাক হ্যায় জান’এর প্রিমিয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

তবে অবশেষে ওই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘যশ রাজ ফিল্মসের সবার সঙ্গে আমার খুবই ভালো এবং স্বাভাবিক সম্পর্ক আছে। যখনই আমরা দেখা করি, স্বাভাবিকভাবেই কথা বলি।‘

কাজল আরও বলেন, ‘এ ধরনের ঘটনা সবার জীবনেই ঘটে। আমি জানিনা এ বিষয় কী বলা উচিত, সবাই এ বিষয়ে কথা বলবে তবে আমি মনে করি বিনয়ের সঙ্গেই বিষয়টা দেখা উচিত।’

কাজল যশ রাজ ফিল্মসের সঙ্গে  ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘ফানা’র মত ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন।

সূত্র: মিড ডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *এই পাতার আরো খবর -

জার্নাল