‘অভিনয়’ আমাকে কখনও ছাড়বে না

মার্চ ১৮, ২০১৩

Afzal_Hosen1511bঢাকা জার্নাল:  বিশিষ্ট অভিনয় শিল্পী, নির্মাতা এবং আঁকিয়ে আফজাল হোসেন৷ সত্তরের দশকে অভিনয় জগতে তাঁর পথচলা শুরু৷ তবে এখন ছবি নির্মাণ, আঁকা-আঁকি ও লেখালেখির কাজ নিয়ে রয়েছেন ব্যস্ত৷

সম্প্রতি নিজের শিল্পকর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছেন অভিনেতা আফজাল হোসেন৷

নিজের কর্মকাণ্ড সম্পর্কে আফজাল হোসেন বলেন, ‘‘আমি এখন অভিনয় জগত থেকে কিছুটা দূরেই রয়েছি৷ মূলত আমার যে পেশা, সেই পেশা নিয়েই একটু বেশি ব্যস্ত রয়েছি৷ এর কারণ অনেকটা ব্যক্তিগত যে, আমাদের অফিসটা সম্প্রসারিত হয়েছে, কাজ বেড়েছে৷

তাছাড়া অনেকেই হয়তো জানেন যে, আমি আসলে চিত্রকলা নিয়ে লেখাপড়া করেছি৷ কিন্তু আমি দীর্ঘদিন আমার সেই মূল ধারায় কোন কাজ করিনি৷ তাই গত বছর দুয়েক ধরে আমি আঁকা-আঁকিতেই ডুব দিতে চেষ্টা করেছি৷ ইচ্ছা আছে, একটি নিজস্ব একক প্রদর্শনী করার৷ সেটার জন্য আমি এখন নিয়মিত ছবি আঁকি৷ আর লেখালেখির কাজেও আগে আমি খুব অনিয়মিত ছিলাম৷ এখন লেখাটা আমি নিয়মিত লিখি৷ এছাড়া একটা চলচ্চিত্র বানানোর ইচ্ছা আছে৷ সেটার চিত্রনাট্য অনেকদিন ধরেই করা আছে৷ কিন্তু আপনারা জানেন যে, একটা বিষয় নিয়ে অনেক ভাবলে, অনেক পরিবর্তন হয়৷ ফলে সেই পরিবর্তন নিত্যই হচ্ছে৷ তাই ঠিক এখনই জানিনা যে, ছবিটা কবে শেষ করতে পারবো৷”

অভিনয় জগত থেকে কিছুদিন দূরে থাকলেও একেবারে অভিনয় ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন আফজাল হোসেন৷ এছাড়া তিনি বলেন, ‘‘অভিনয়ের সাথে জড়িত যারা তারা এই জগত থেকে দূরে থেকে ভালো থাকেন না৷ তবে আমি বলবো, আমি হয়তো অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছি, কিন্তু অভিনয় যে আমাকে কখনও ছেড়ে যাবে না, সে বিশ্বাসটা আমার রয়েছে৷ তাই সময় এলে আবারও অভিনয় চর্চা করতে পারবো সেটা আমার বিশ্বাস৷”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.