জার্মানি যাচ্ছেন বন্যা, সামিনা, টুটুল

মার্চ ১৮, ২০১৩

5455859873_3820980248ঢাকা জার্নাল: শিরোনাম দেখেই ভাববেন না শুধু এরাই বুঝি শুধু ফ্রাঙ্কফুটে যাচ্ছেন! তালিকাটা আরো বড়৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে তাদের সবাইকে দেখা যাবে এক মঞ্চে, এপ্রিলের বৈশাখি মেলায়৷

জার্মানিতে বাঙালির সংখ্যা নেহাত কম নয়৷ শুধু বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাই দেড় হাজারের বেশি৷ আর বহু বছর ধরে এদেশে অবস্থান করা বাঙালির সংখ্যা বেশ কয়েক হাজার৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর এবং তার আশেপাশের এলাকায় এদের অনেকের অবস্থান৷

‘বৈশাখী আড্ডা’ আয়োজক দেশ সাংস্কৃতিক গোষ্ঠী৷ জার্মান সরকারের অনুমোদিত এই গোষ্ঠীর কর্ণধার মিঠু কবীর জানান, ‘বৈশাখী আড্ডা’য় অতিথি হিসেবে থাকবেন অনেকে৷ এদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আফজাল হোসেন, সামিনা চৌধুরী৷ থাকবেন গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, অভিনেতা আফজাল হোসেন, সাংবাদিক গোলাম মোর্তোজা এবং শিশু কথা সাহিত্যিক আমীরুল ইসলাম৷

বাংলাদেশ থেকে যাওয়া এই অতিথিদের বাইরেও লন্ডন থেকে আসছে একটি সাংস্কৃতিক দল, জানান মিঠু কবীর৷ তিনি বলেন, ‘‘অনুষ্ঠানটি হবে ২৭ এপ্রিল, শনিবার, ফ্রাঙ্কফুর্টের সালবাউ গ্রিসহাইমে৷”

এর আগে দু’বার বৈশাখি আড্ডার আয়োজন করেছে দেশ সাংস্কৃতিক গোষ্ঠী৷ এপ্রিলের আয়োজনের জন্যও চলছে জোর প্রস্তুতি৷ তবে এ ধরনের আয়োজনের জন্য অর্থের যোগানও গুরুত্বপূর্ণ৷ সেকথা স্বীকারও করেছেন মিঠু কবীর৷ তিনি বলেন, ‘‘জার্মানিতে অনুষ্ঠান করা খুবই কষ্টের ব্যাপার৷ তারপরও আমাদের সংগঠনে যারা আছেন, তারা যথেষ্ট সহায়তা করছেন৷ পাশাপাশি এখানকার ব্যবসায়ীরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে সহায়তা করছেন৷”

বলা প্রয়োজন, শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর কর্মকাণ্ড৷ তারা ফ্রাঙ্কফুর্টে বাংলা ভাষা শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে৷ দেশ স্কুলের পথচলা সম্পর্কে এর আগে মিঠু কবীর  বলেন, ‘‘২০১০ সালের ১৪ই নভেম্বর বাংলা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান দেশ স্কুল চালু করি৷ এখানে প্রায় ৪০ জন শিক্ষার্থী রয়েছে৷ শিক্ষক রয়েছেন দুই জন এবং শিক্ষা দানে সহায়তা করেন আরো দুই জন অভিভাবক৷ এখানে শিক্ষার্থীরা মূলত বাংলা বর্ণমালা থেকে শুরু করে বাংলা ভাষা লিখতে ও পড়তে পারার দক্ষতা অর্জন করে৷ এছাড়া তারা এখানে বাংলা গান, কবিতা, নাচ, অভিনয় – এসবকিছুও শেখে৷”

উল্লেখ্য, গত বছর অভিনেতা আফজাল হোসেনকে ‘দেশ গুণীজন পদক’ প্রদান করেন মিঠুরা৷ এ বছর এই পদক পাচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর৷ বৈশাখি আড্ডায় তাঁকে পদক তুলে দেবেন দেশ সাংস্কৃতিক গোষ্ঠির প্রতিষ্ঠাতারা৷

সূত্র: ডয়েচ ভেলে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.