হলিউডের বিরুদ্ধে মামলা করবে ইরান

মার্চ ১৭, ২০১৩

iran-usaঢাকা জার্নাল: অস্কার জয়ের আনন্দ উদযাপনের জন্য বোধহয় বেশি সময় পাবেনা ‘আর্গো’৷ ছবির প্রদর্শন বন্ধ করার হুমকি দিয়েছে ইরান৷ সঙ্গে এমন ছবির প্ল্যাটফর্ম হওয়ার জন্য হলিউডের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে আহমাদিনেজাদের দেশ৷

রাজনীতির ময়দানে ক’দিন পরপরই শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের লড়াই৷ ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসার জন্য ক্রমাগত চাপের মুখে রাখা – এসবই মূলত কথাবার্তায় অন্তত সদা আক্রমণাত্মক রাখে আহমাদিনেজাদকে৷ ইরান এবার নেমেছে ‘আর্গো’ এবং হলিউডকে একহাত দেখে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে৷ দেশটির অভিযোগ বেন অ্যাফ্লেক এ ছবিতে ১৯৭৯ সালের একটি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন৷ সেবার যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাসের ৫২ জনকে ১৪৪ দিন জিম্মি করে রাখা হয়েছিল৷ তবে ৬ জনকে আশ্রয় দিয়েছিল ক্যানাডিয়ান দূতাবাস৷

‘আর্গো’ ছবিটি তৈরি হয়েছে তাঁদের উদ্ধার অভিযানের ঘটনা নিয়ে৷ ইরানের অভিযোগ, ছবিতে পুরো বিষয়টি এমনভাবে দেখানো হয়েছে যাতে বিন্দুমাত্র সত্য নেই৷ কল্পনার আশ্রয় নিয়ে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালানো হয়েছে৷ তাই মামলার পরিকল্পনা৷ ইরানের গণমাধ্যম জানাচ্ছে হলিউডের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি এখন ইরানে গিয়ে প্রস্তুতি নিচ্ছেন ফ্রান্সের আইনজীবী ইসাবেল কুতঁ পেয়ার৷ হলিউডের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ‘আর্গো’ যাতে কোথাও দেখানো সম্ভব না হয় সে ব্যবস্থাও করা হবে৷ ফরাসি আইনজীবী জানিয়েছেন, ছবিটির প্রদর্শনী যাতে বন্ধ রাখা হয় সে জন্য পরিবেশকদের ওপরও চাপ দেয়া হবে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.