চীনের নতুন প্রেসিডেন্ট রেনেসাঁ-র ডাক দিলেন

মার্চ ১৭, ২০১৩

chavez venezuela mmঢাকা জার্নাল: নতুন প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষনা দিয়েছেন,  ‘চীনের মহান রেনেসাঁ’র জন্য তিনি  লড়াই অব্যাহত রাখবেন ।’

দেশটির প্রধান হিসেবে দেয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সভার শেষে তিনি এ ভাষণ দেন।

পরে এক সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন সরকারের ব্যয় হ্রাসের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘বেইজিং মানুষের আস্থা জয় করবে’।

দেশটির ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টি তাদের দশক শেষের নেতৃত্ব পরিবর্তন কর্মসূচী শেষ করবার পর এসব বক্তব্য এলো।

মি. লি এখন কম্যুনিস্ট পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা এবং দেশটির দৈনন্দিন পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ৫ বছরের জন্য নির্বাচিত হলেও তার পূর্বসূরির মতোই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে পুরো দশক পূর্ণ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিবিসির বেইজিং সংবাদদাতা জানাচ্ছেন, প্রেসিডেন্ট শি তার ভাষণে বৃহত্তর জাতীয় ঐক্যর আহ্বান জানান।

তিনি ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং দুর্নীতি দমনের ওপর গুরুত্ব দেন।

প্রেসিডেন্ট শি দেশটির সেনাবাহিনীকে এই বলে সতর্ক করে দেন যে তাদের নিজেদের সক্ষমতা বাড়ানো উচিত, যাতে তারা যুদ্ধ জয় করতে পারে এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.