কিশোর কুমারের জন্ম, মৃত্যু হ্যান্স অ্যান্ডারসনের

আগস্ট ৪, ২০১৫

kummarঢাকা জার্নাল: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার। ২০ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

•    ১৪৯২- ক্রিস্টোফ‍ার কলোম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজে যাত্রা শুরু করেন।
•    ১৬৬৬- নেদারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয়।
•    ১৮৭০- ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা।
•    ১৮৮৫-ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়।
•    ১৮৮৬- কলোম্বিয়ায় শাসনতন্ত্র গৃহীত।
•    ১৯১৪- জামার্নির বেলজিয়াম দখল।
•    ১৯৩৫- ভারতে স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ রাজকীয় অনুমোদন লাভ।
•    ১৯৭২- প্রেসিডেন্ট ইদি আমিন ৪০ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
•    ২০০০- রানী এলিজাবেথের শততম জন্মবার্ষিকী উদযাপন।

জন্ম

•    ১৭৯২- ব্রিটিশ কবি পি বি শেলী।
•    ১৯২৯- ভারতীয় অভিনেতা ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিশোর কুমার।
•    ১৯৪৭- কবি আবুল হাসান।
•    ১৯৬১- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মৃত্যু

•    ১৮৭৫- ডেনিশ লেখক হ্যান্স অ্যান্ডারসন।
•    ১৯৭৮- সাংবাদিক ও লেখক মুহাম্মদ ওয়ালিউল্লার মৃত্যু।

তথ্যসূত্র: ইন্টারনেট।

ঢাকা জার্নাল, আগস্ট ০৪, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.