চোখের ইশারায় কাজ করবে স্মার্টফোন!

মার্চ ১৬, ২০১৩

Smartphones8ঢাকা জার্নাল: মালিকের চোখ কোনদিকে, তা বুঝে সেইমতো কাজ করবে স্যামসাং কোম্পানির হালের স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-ফোর’৷ নতুন এই প্রযুক্তি হাতেনাতে পরীক্ষা করার জন্য অপেক্ষা করছেন ক্রেতারা৷

স্মার্টফোনের জগতে প্রতিযোগিতার অভাব নেই৷ প্রতিনিয়ত নতুন মডেল বাজারে আসছে৷ কী না করা যায় তা দিয়ে! থ্রিজি বা ফোরজি-র মতো দ্রুতগতির ইন্টারনেট সংযোগের কল্যাণে হাতের মুঠোয় স্মার্টফোন দিয়েই সেরে ফেলা যাচ্ছে ইন্টারনেট, ইমেল দেখার কাজ৷ সেইসঙ্গে জিপিএস প্রযুক্তি বলে দিচ্ছে, আপনি কোথায়, আপনার আশেপাশে কী আছে – দোকান-বাজার, সিনেমা-থিয়েটার ইত্যাদি৷

এবার দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি বাজারে এনেছে ‘গ্যালাক্সি এস-ফোর’ স্মার্টফোন৷ উদ্দেশ্য, অ্যাপল-এর আইফোন-কে টেক্কা দেওয়া৷ এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ফোনই আপনার আচরণের উপর নজর রাখবে এবং সেইমতো নিজেকে মানিয়ে নেবে৷ ধরুন আপনি ফোনের পর্দায় ভিডিও দেখছেন৷ চোখ সরিয়ে নিলেই ফোন নিজে থেকে ‘পজ’ হয়ে যাবে৷ ফিরে তাকালে আবার ভিডিও চলতে শুরু করবে৷

আশ্চর্য এই প্রযুক্তির নাম ‘আই মোশন টেকনোলজি’৷ বিশাল ৫ ইঞ্চির পর্দায় হাই-ডেফিনেশন মানের ঝকঝকে ছবিও ফুটিয়ে তুলছে নতুন এই স্মার্টফোন৷ কথা শুনে ৯টি ভাষায় চটজলদি অনুবাদও করে দেবে মানুষের এই বাহনটি৷ মালিকের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে পারবে এই ফোন৷ বিশেষ সেন্সরের মাধ্যমে ব্যয়াম, খাওয়াদাওয়া, হার্ট-রেট ও ফিটনেস-এর বিভিন্ন বিষয় বিশ্লেষণ করতে পারে ‘গ্যালাক্সি এস-ফোর’৷

এপ্রিল মাসের শেষে একইসঙ্গে ১৫৫টি দেশে বাজারে আসতে চলেছে ‘গ্যালাক্সি এস-ফোর’৷ তার আগেই এই ফোনকে ঘিরে আগ্রহের শেষ নেই৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.