রাজন হত্যা মামলায় গ্রেফতার মুহিতের ৫ দিনের রিমান্ড

জুলাই ১৩, ২০১৫

Mohidঢাকা জার্নাল: সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি মুহিত আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন মামলার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (১২ জুলাই) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মুহিত আলমের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে সোমবার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, শিশু সামিউল আলম রাজন (১৪) হত্যার ঘটনায় গ্রেফতার মুহিত আলম এ ঘটনায় জড়িত অন্যদের নাম প্রকাশ করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, নির্মম নির্যাতন চালিয়ে রাজনকে হত্যা করার পর মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে একটি মাইক্রোবাস যোগে (ঢাকা মেট্টো-চ-৫৪-০৫১৬) তার মরদেহ গুম করার চেষ্টা করা হয়। এ সময় শহরতলীর কুমারগাঁও এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মুহিত আলমকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। আটকের পর মুহিত পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দিতে রাজন হত্যার রোমহর্ষক বর্ণনা দেন।

নিহত রাজন কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।

এদিকে, রাজনকে হত্যার আগে নির্মমভাবে নির্যাতনের ভিডিওচিত্র প্রকাশ নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওচিত্রটি এখন মোবাইলের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়েছে।

ঢাকা জার্নাল: জুলাই ১৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.