‘যাত্রাশিল্পের জন্যে চাই এক নির্মল সকাল’

জুলাই ৩, ২০১৫

jattraঢাকা জার্নাল: ‘যাত্রাশিল্পের জন্যে চাই এক নির্মল সকাল’ এই স্লোগানকে সামনে রেখেই আবারও এক হচ্ছেন যাত্রাশিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের উদ্দেশ্য এই শিল্পের বিভিন্ন সমস্যা-সংকট নিরসন ও জাতীয় পর্যায়ে উত্তরণ। ৫ জুলাই বিকেলে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আয়োজন করা হয়েছে যাত্রামালিক-শিল্পী-সংগঠকদের জাতীয় সম্মিলনী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মিলন কান্তি দে, তিনি এ আয়োজনের মূল উদ্যোক্তা, বলছেন, ‘বাঙালির হাজার বছরের গৌরবোজ্জ্বল সংস্কৃতির ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে পরিচ্ছন্ন ও সুস্থ্যধারায় প্রবাহিত করাই আমাদের মূল লক্ষ্য।’

ঢাকা জার্নাল জুলাই ৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.