চতুর্থ মূদ্রণে ‘দ্বিবর্ণা কাব্য’ গ্রন্থ

ফেব্রুয়ারি ২৮, ২০১৫

A H M Enamul Haque

ঢাকা জার্নাল : ‘দ্বিবর্ণা কাব্য’ গ্রন্থের কবিতা পাঠে পাঠক হৃদয় আলোড়িত। অমর একুশে গ্রন্থমেলায় এরিমধ্যে চতুর্থ মুদ্রণ বিক্রি শেষ পর্যায়ে। নতুন ধারার এই কবিতা পাঠকদের আকৃষ্ট করেছে এবারেও।

এ এইচ এম এনামুল হকের দ্বিবর্ণা কাব্য গ্রন্থের কবিতা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বাংলা কাব্যের মনোহর স্বর্গোদ্যানে একজন বিনয়ী উদ্যানপালক হিসেবে আবির্ভূত এনামুল হক।

অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন ছয় (৬) ঘুরে জানা যায়, এবারেও বইটির কাটতি ভাল।

কাব্যগ্রন্থের বৈশিষ্ট

ক. কবিতার প্রতিটি চরণে মোট চারটি করে শব্দ আছে;
খ. প্রতিটি শব্দ দুটো বর্ণ দিয়ে গঠিত;
গ. প্রতিটি চরণের শেষ বর্ণ একই রকম;
ঘ. কবিতায় ব্যবহৃত বর্ণগুলো সবই মুক্ত, কোথাও যুক্তবর্ণ নেই।

এ এইচ এম এনামুল হক ১৯৬৭ সালের ৪ জানুয়ারী কুমিল্লা জেলার বুড়িচং থানার শংকুচাইল গ্রামে জন্ম গ্রহণ করেন। মরহুম সামছুল হক ও জাহানারা হকের তিন পুত্র ও চার কন্যা সন্তানের মধ্যে তিনি সবার বড়।
কাব্য রচনার পাশাপাশি নাটক রচনা, গীত রচনা, গানে সুরারোপ, অভিনয়, মডেলিং এমনকি বিজ্ঞাপন চিত্রের ক্রিয়েটিভ ডিরেক্টরের কাজ করেন। বর্তমানে তিনি উপন্যাস লেখায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এনামুল হক।

Dwiborna Kabbya Book Cover copy

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.