সেরা গভর্নরের পুরস্কার নিলেন ড. আতিউর

ফেব্রুয়ারি ৭, ২০১৫

file (2)ঢাকা জার্নাল: ব্রিটেনের দ্য ব্যাংকার সাময়িকীর দেওয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নরের পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।

বাংলাদেশ সময় গত শুক্রবার লন্ডনে(হাউস অব লর্ডসে) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রধান সম্পাদক ব্রায়ান ক্যাপলেন তার হাতে পুরস্কার তুলে দেন।

শনিবার বাংলানিউজকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক  এ এফএম আসাদুজ্জামান।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে অর্থনৈতিক কর্মকাণ্ডে আতিউর রহমানের ইতিবাচক অবদানের স্বীকৃতি স্বরুপ গত বছর ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস গ্রুপের সাময়িকী দ্য ব্যাংকার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নরের পুরস্কারে তাকে মনোনীত করে।

আর্থিক সেবার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা, সবার অংশগ্রহণ, পরিবেশবান্ধব নীতি প্রণয়ন, এবং তার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আতিউর রহমানের বিশেষ ভূমিকার জন্য এই পুরস্কার দেয়া হয়।

আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের ১০ম গভর্নর হিসেবে ২০০৯ সালে ৪ বছরের মেয়াদে যোগ দেন। তার এ মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.